সভার কার্যবিবরণ বহি
প্রাতিষ্ঠানের নামঃ কাপাসিয়া ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ কাপাসিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষ
ক্রমিক নং | উপস্থিত সদস্যগনের নাম | সামাজিক মর্যাদা | স্বাক্ষরীত |
১ | আজগর হোসেন খান | চেয়ারম্যান | ” |
২ | আনোয়ার হোসেন | সদস্য | ” |
৩ | ছালাম | ” | ” |
৪ | খন্দকার গোলাম ছান্দানী | ” | ” |
৫ | মোঃ নুরুল ইসলাম সরদার | ” | ” |
৬ | মোঃ ওবায়দুল কবির | ” | ” |
৭ | মোঃ নজরুল ইসলাম | ” | ” |
৮ | মোঃ তাজউদ্দিন | ” | ” |
৯ | মোঃ ছানাউল্লাহ | ” | ” |
১০ | আফজাল হোসেন সৈয়দ | ” | ” |
১১ | শাহনাজ পারভীণ | সদস্যা | ” |
১২ | কানিজ ফাতেমা | ” | ” |
১৩ | শাহীন সুলতানা | ” | ” |
১৪ | আঃ ছামাদ আল আজাদ | সচিব | ” |
অদ্যকার সভায় সভাপতি সাহেব আসন গ্রহন করেন। সভাপতি চেয়ারম্যান আজগর হোসেন খান আসন গ্রহণ করার পর সভার কাজ শুরু করেন। সভাপতি সভার শুরুতে এডিপি বরাদ্দের ১,০০,০০/- (এক লক্ষ) টাকা সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে উক্ত বরাদ্দের টাকা অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন ডায়ার আরসিসি পাইপ সরবরাহ করা হইবে। নিম্নোক্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস