Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

শীতলক্ষ্যা তীরে গড়ে  উঠা কাপাসিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কাপাসিয়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ কাপাসিয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন পযায়ে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।

ক) নাম– ৯নংকাপাসিয়া ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ৯৫৩৩ একর

গ) লোকসংখ্যা– ৫২৬৬৫জন(প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা– ২০টি।

ঙ) মৌজার সংখ্যা– ১8টি।

চ) হাট/বাজার সংখ্যা-৬টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– রিক্সা।

জ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৫টি,

   বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

       উচ্চবিদ্যালয়ঃ ৭টি,

       মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–মোঃ সাখাওয়াত হোসেন প্রধান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-  নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান– নাই।

ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৯৮১ইং।

ড) নবগঠিতপরিষদেরবিবরণ–

                                    ১) শপথ গ্রহণের তারিখ– ০৪/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ–  ০৪/০৮/২০১১ইং

                                  

ঢ) গ্রামসমূহেরনাম–

             বানারহাওলা          জুনিয়া               নাকাসিনী        ভুবনের চালা

             বড়জোনা             কান্দানিয়া            পাবুর            তেতুলিয়া

             বরুন                   কাপাসিয়া           রাউৎকোনা

             চারবাড়ীয়া            বড়টেক              রায়নন্দা  

             দস্যু নারায়নপুর     খোদাদিয়া            সাফাইশ্রী

             জামিরারচর            কুড়ুলিয়া           সূয্য নারায়নপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।