কাপাসিয়া ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা-কাপাসিয়া, জেলা-গাজীপুর। অফিসটি সোনালী ব্যাংক, কাপাসিয়া শাখার অপর পাশে অবস্থিত।
প্রদেয় সেবার বিবরণ | সেবা প্রাপ্তির পদ্ধতি | সেবার নির্ধারিত মূল্য/বিনামূল্য | সেবার প্রদানের নির্ধারিত সময় | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
নামজারি ও জমা খারিজ | নির্ধারিত ফরমে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। সংযুক্তি সমূহঃ (ক) ক্রয়ক্ষেত্রঃ ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলে কপি (খ) মৃত্যুর ক্ষেত্রেঃ ওয়ারিশ সনদপত্র (গ) হেবা ও দানের ক্ষেত্রেঃ হেবা দলিলের কপি (ঘ) সকল রেকর্ড/পর্চা/খতিয়ানের সার্টিভাইড কপি। | (ক) আবেদন কোর্ট ফি ০৫/- টাকা। (খ) নোটিশ জারি ফি ০২/- টাকা (গ) রেকর্ড সংশোধন ও পর্চা ফিস ২০০/- টাকা। | ৪৫ দিন | সহকারী কমিশনার (ভূমি) |
কাপাসিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস