ঐতিহ্যবাহী কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টি গাজীপুর জেলাধীন কাপাসিয়া উপজেলার সদরে অবস্থিত। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে প্রাকৃতিক শ্যামলিমায় ঘেরা অত্যন্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান। তারই কিনার ঘেষে কাপাসিয়া ঢাকা মহাসড়ক।
বিংশ শতাব্দীর তিনের দশকে প্রতিষ্ঠিত এই কাপাসিয়া হাই স্কুলের আছে একটি গৌরবোজ্জল ইতিহাস। তৎকালীন সময়ে কাপাসিয়ার সসন্তান, জনদরদী, সদাশয় ও বিদ্যুৎসাহী স্বর্গীয় রামসু্ন্দর কর্মকার ছিলেনৈ এই স্কুলটির প্রতিষ্ঠাতা। তখন স্কুল টির নাম ছিল আর,এস,এম,ই স্কুল। পরবর্তী পর্যায়ে ঢাকা ডিস্ট্রিক বোর্ড এ স্কুলটির পরিচালনার দায়িত্ব ভার গ্রহন করেন এবং নাম করণ করেন কাপাসিয়া ডি,বি আর,এস,এম ই স্কুল। হাই স্কুল হিসাবে সরকারী অনুমোদন লাভ করে ১৯৪১ সালে। উপমহাদেশের শ্রেষ্ঠ ভাষাবিধ ডঃ মোহাম্মদ শহীিদুল্লাহ সাহেব আনুষ্ঠানিক ভাবে এর দ্বার উদঘাটন করেন। ১৯৪২ সালে স্কুলটি সর্ব প্রথম ম্যাট্রিক পরীক্ষার অংশ গ্রহন করার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পত্র লাভ করে। পর্যায়ক্রমে বিদ্যালয়টি পাইলট উচ্চ বিদ্যালয় হিসাবে বর্তমানে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়।
জে, এস, সি এস, এস, সি
২০১০=১৬৪ জন ২০১০=১৪৬ জন
২০১১=২০১ জন ২০১১=১৪৯ জন
২০১২=২১৯ জন ২০১২=১৬৯ জন
২০১৩=২০৩ জন ২০১৩=১৭২ জন
২০১৪=১৬৬ জন
সৃজন শীল মেধা অন্বেষন-২০১২ ও ২০১৪ ছাত্র ০১ জন উপজেলা পর্যায়ে ১ম স্থান। ছাত্র ০৩ জন ছাত্রী ০১ জন মোট ০৪ জন। জে, এস, সি ও এস, এস, সি পরীক্ষার ফলাফল উপজেলায় ১ম স্থান। জেলা পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্র্রতিষ্ঠান হিসাবে বিবেচিত।
ফুটবল চ্যাম্পিয়ন-২০১২ উপ অঞ্চল
ফুটবল “ ২০১৩ অঞ্চল
বিতর্ক প্রতিযোগিতা ২০১২ জেলা চ্যাম্পিয়ন।
একটি মডেল প্রতিষ্ঠানে রুপান্তর করে ভবিষ্যতে সরকারী প্রতিষ্ঠানে রুপান্তর করা।
যাতায়াতে সকল ধরনের যানবাহনের সুব্যবস্থা বিদ্যমান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস