Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টি কাপাসিয়া উপজেলা সদরের সন্নিকটে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কাপাসিয়া শ্রীপুর রাস্তার পাশে দস্যুনারায়নপুর গ্রামে ১ একর জমির উপর অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে ১ম শ্রেনী হতে ১০ম পর্যন্ত পাঠদান করানো হয়।

ভবন সংখ্যা-৪টি। (১০০*২৮) বর্গফুট একটি, (৭৫*২৬) বর্গফুট বিশিষ্ট দ্বিতল ভবন একটি, (৬০*২৪) বর্গফুট আধাপাকা একটি এবং (২০*২৫) বর্গফুট আধাপাকা টিনশেট একটি।

শ্রেণীকক্ষ-১৩টি, অফিস কক্ষ-০১টি, কম্পিউটার ল্যাব-০১টি, গ্রন্থাগার-০১টি, প্রধান শিক্ষকের পৃথক কার্যালয় রয়েছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আসবাবপত্র প্রয়োজনের তুলনায় অনেক কম। পাকা শৌচাগার-০৪টি (ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা), পানীয় জলের সুব্যবস্থা আছে। খেলার মাঠ বড় করার কার্যক্রম চলছে।