বিদ্যালয়টি কাপাসিয়া উপজেলা সদরের সন্নিকটে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কাপাসিয়া শ্রীপুর রাস্তার পাশে দস্যুনারায়নপুর গ্রামে ১ একর জমির উপর অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে ১ম শ্রেনী হতে ১০ম পর্যন্ত পাঠদান করানো হয়।
ভবন সংখ্যা-৪টি। (১০০*২৮) বর্গফুট একটি, (৭৫*২৬) বর্গফুট বিশিষ্ট দ্বিতল ভবন একটি, (৬০*২৪) বর্গফুট আধাপাকা একটি এবং (২০*২৫) বর্গফুট আধাপাকা টিনশেট একটি।
শ্রেণীকক্ষ-১৩টি, অফিস কক্ষ-০১টি, কম্পিউটার ল্যাব-০১টি, গ্রন্থাগার-০১টি, প্রধান শিক্ষকের পৃথক কার্যালয় রয়েছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আসবাবপত্র প্রয়োজনের তুলনায় অনেক কম। পাকা শৌচাগার-০৪টি (ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা), পানীয় জলের সুব্যবস্থা আছে। খেলার মাঠ বড় করার কার্যক্রম চলছে।
কাপাসিয়া সদরের উত্তরে স্বাধীনত পূর্ব কালে নারী শিক্ষার কোন ব্যবস্থা ছিলনা। ফলে ১৯৬৭খ্রিঃ মরহুম আব্দুর রশিদ প্রধান (মিয়া) সাহেব কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করলে আইনগত জটিলতার কারেনে ২ বৎসর চলার পর ইহার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গতাজ তাজউদ্দীন ভক্ত দস্যু নারায়নপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মফিজ উদ্দিন স্ব-উদ্যোগে এক একর জমির উপর ০১/০১/১৯৭২ খ্রিঃ স্থানীয় জনগনের সহায়তায় টিনের ছাপরা নির্মাণ করে তাজউদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় নাম করন করে ১ম শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ৯ম শ্রেণী খোলার অনুমতি এবং প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়। এলাকার জনসাধারনের দাবীর প্রেক্ষিতে উক্ত বালিকা বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু করা হয় এবং বঙ্গতাজ শব্দটি সংযোজন এবং বালিকা শব্দটি বিয়োজন করে যথা নিয়মে বঙ্গতাজ তাজউদ্দিন আদর্শ বিদ্যালয় নামে বর্তমানে পরিচালিত হচ্ছে।
জে.এস.সি-২০১০সালে ৯৮%, ২০১১সালে ৮৯%, ২০১২সালে ১০০%, ২০১৩সালে ৭৮.৫০%।
এস.এস.সি-২০১০সালে ৯৯%, ২০১১সালে ৯৯%, ২০১২সালে ১০০%, ২০১৩সালে ১০০%, ২০১৪সালে ৯৯%।
২০১৪ সালে সাধারণ বৃত্তি ৬ষ্ঠ শ্রেনী ০১জন, ৭ম শ্রেনী ট্যালেন্টপুলে ০১জন, ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ০৩ জন।
এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষার হার বৃদ্দি পায়।
কর্তৃপক্ষ কর্তৃক সহযোগিতা পাওয়া গেলে অত্র বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ে উন্নীত করার চেষ্টা অব্যাহত আছে। তাছাড়া বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চালুর প্রচেষ্ঠা অব্যাহত আছে।
কাপাসিয়া উপজেলা সদর হতে ৩ কি,মি উত্তরে কাপাসয়া শ্রীপুর রাস্ত সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে দস্যূ নারায়নপুর গ্রামে অবস্থিত। যে কোন ধরনের পরিবহনের সু-ব্যবস্থা আছে।
বিদ্যালয়ে কেন্দ্রীয় পরীক্ষায় প্রতি বৎসরই এ প্লাস সহ মেধাবী শিক্ষার্থী বেরিয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস